Monday, October 7, 2013

Root Walton Primo X2

Rooting Walton Primo X2 is pretty easy , Let's get started>>>>>



At-first Install usb adb driver , than download this software , Now, connect X2 to the usb in usb debugging mode enabled condition , Now open eroot and it will detect your phn , hit root button ,after 4 process u will be rooted !!!!  >>>>




Now, as you can see supersu 1.32 will be installed and if you wand u can update to SuperSU 1.65 latest version now, just download and install SuperSU 1.65 from here ,for more stay connected >>>>>

Tuesday, September 24, 2013

User Review Of Walton Primo X-2

 Walton এর ফ্লাগশিপ মোবাইল Walton Primo X-2 কিছুদিন আগে মার্কেট এ এসেছে । আমি এবং টেক প্রেমি সবাই  এই মোবাইল নিয়ে অনেক আগ্রহি ছিলাম । মোবাইল টা ShowRoom এ আসার পর পর ই আমি মোবাইল টা দেখতে Walton Plaza তে যাই । Plaza তে যাওয়ার আগে আমি যা জানতাম (Specifications>>http://www.muthofon.com/phonespecification/walton-primo-x2-3008.php),FAQ ( ) >>>>>


Walton Primo X2Walton Primo X2Walton Primo X2


ফোন টা প্রথম দেখেই আমার খুব ভাল লাগে,Mainly ডিসপ্লে resolution, quality,touch response,camera etc দেখেই  আমি ফোন টা কিনে ফেলি । গত ২ সপ্তাহ আমি Walton Primo X-2 ব্যাবহার করতেসি ।
আমার দৃষ্টিভঙ্গি তে এক্স-২ >>>>>

Walton Primo X2


প্রথম এই ফোনটার Build Quality র কথা বলি , এক্স-২ একটা বার ফোন, ফোন এর  গঠন অনেক আকর্ষণীও , ফোন টা খুবই পাতলা ,ফোনটার Display এর পাশের বার ফোনটাতে এনে দিয়েছে  Perfection,অনেকটা IPhone 5 এর মত এই ফোনটাও লম্বাটে , হাতে নিলে ফোনটাকে খুব ই হাল্কা মনে হয় ,ফোন এ তিনটা capacitive button আছে ( settings,home,exit/back) যেগুলা বেশ Stylish, তিনটা Physical button (Volume up,down,Power),Power Button এর পাশেই 3.5mm অডিও জ্যাক, এক্স২ এর ব্যাটারি Non-Removable , বাম পাশে একটা
 Micro Sim Slot আছে  যা ফোন এর প্যাকেট এ থাকা পিন দিয়ে খুলতে হয় , নিচে দুই পাশে স্পিকার আছে যা শুধু  Style এর জন্য করা , শুধু ডান পাশের স্পিকারটাই কাজ করে,স্পিকার দুইতার মাঝখানে charging/data cable পোর্ট, সাদা রং এর এক্স-২ এর পিছন দিকটা চকচকে এবং কালো রং এর 
এক্স-২ এ ম্যাট ফিনিশিং দেওয়া,দুইতাতেই খুব ই ভাল মানের প্লাস্তিক ব্যবহার করা হয়েছে যা মোটামুটি ভালভাবে Scratch Proof।

Walton Primo X2

ইউজার ইন্টারফেস / UI আমরা  Gionee Elife e6 এ যে Amigo UI দেখেছিলাম YouTube ভিডিও তে Walton Primo X-2 তে তা ব্যাবহার করা হয়নি । Walton Primo X-2 তে Stock JellyBean UI কিছুটা Customize করে ব্যাবহার করা হয়েছে । Settings App ta 
Gionee থেকে দেখানো App টাই কিন্তু অজ্ঞাত কারনে app/running এ scrolling করার সময় অনেক Laggy, Overall রোমটা আমার মনে হল ভাল ভাবে Optimized না কারন Walton F-2,F-1,H-2 এর কথা বাদ ই দিলাম , Symphony W65 Device টা ২৫৬ mb ram niyeo
jellybean buttery smooth ভাবে চালায় তাহলে এক্স-২ এর Simple Stock jellybean 4.2.1 চালাতে বেগ পাওয়ার কথা না !>>>



Walton X-2 তে নতুন যোগ করা হয়েছে Smart Gesture, আসলে অপশনটাকে এখনও পরিক্ষাধিনী বলা চলে , কারন Casually সব সময় ব্যাবহার করার মত Perfect এখনও হয়নি এই Feature টা, আসলে Smart Gesture কোন সেন্সর দিয়ে কাজ করে না । কাজ করে সামনের ক্যামেরা দিয়ে,
টাই low-light এ এই অপশন টা ঠিক মত কাজ করে না । Day light এ কাজ করলেও 1m/25cm দূর থেকে কাজ করতে হয় যা প্রতিদিন ব্যবহার করার আযোজ্ঞ কিন্তু কাউকে দেখিয়ে তাক লাগিয়ে দাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু low-light পরিবেশে Magic দ্যাখাতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ার
সম্ভাবনা আছে, আরেকটা অপশন Smart answer,Smart dial যা অনেক সময় ঠিক মত কাজ করে না যেটা খুব বিরক্তিকর । একই কথা বলব Smart Play/pause নিয়া, Show Off করার জন্য ভাল কিন্তু Practically খুব Awesome অপশন না এইটা,

Walton Primo X-2

Walton Primo X-2

Walton Primo X-2


X-2 এর আমার কাছে সবচেয়ে পছন্দএর বেপার হল এটার Display , 1080p Hull HD resolution 16m colour>OGS Technology (single lair), প্রায় 180 ডিগ্রী Viewing angle যা মোটামুটি পাগল করার মতই , আমি কখনও ভাবি নাই জ আমি কোন Chineese Device 
নিয়া এই কথা বলব, Display টাকে  Head2Head Xperia V/T/S even Z এর সাথে তুলনা করা যায় ! Touch Response অনেক ভাল , Gaming এর সময় ও Multi-Touch পাঁচ আঙ্গুল পর্যন্ত সুন্দরভাবে কাজ করে, টাইপ করার সময় আসলাই বুঝা যায় টাচ টা কতটা ভাল,
1080p Original Bluray Software Decoding দিলে smoothly চলে, এর ডিসপ্লে colour নিয়া যে কোন স্মার্ট ফোন এর সাথে  head2head combat এ যাওয়া যায় (S4 বাদে :P), ফোনটাতে Gorilla Glass 3 থাকার উল্লেখ থাকলেও ফোনটা 
Scratch Resistive না,Screen-paper ছারা ব্যাবহার করলে  Screen এ দাগ পরে এবং এখন পর্যন্ত কয়েকজনের Display ভাঙ্গার খবর ও পাওয়া গেছে , সুতরাং , ফোন আছাড় দিয়ে Gorilla Glass পরীক্ষা করার কোন দরকার নাই :P 

Walton Primo X-2

Walton Primo X-2


Perfomance এর ব্যাপারে বলতে হয় এক্স-২ 1080p Hull HD , 2gb Hi-Speed ram দেওয়া একটা FlagShip device থেকে USER যা আশা করে টা দিতে পারে নাই । হাঁ, ফোন টা যথেষ্ট ফাস্ট গেম installing,app run and loading time,startup time etc দিক দিয়ে,কিন্তু,
 Mt-6589 Turbo 1.5 GHZ Cpu টা  Just mt-6589 cpu এর overclocked version , MT 6589t Cortex A-7 NEON cpu নিয়ে মুল জানার বিষয় হোল এই cpu নামে quadcore হলেও আসলে stable quadcore এর মত আচরন করে না । এটার মিনিমাম CPU Frequency 497MHZ,Maximum
 1508 MHZ সাধারনত যে কোন Stable quadcore cpu তেই ৪ টা কোরেই সরবনিন্ম frequency তে হলেও অ্যাক্টিভ থাকেটাই একটা Buttery Smooth Perfomance পাওয়া যায় কিন্তু MT-6589 এদিক দিয়ে বেতিক্রম , এই CPU এর একটা কোঁর সবসময় Stable থাকে , মোটামুটি দরকারে দ্বিতীয় কোঁরটা
 কাজ কোরে , বাকি দুইটা খুব দরকারে কাজ করার কথা হলেও কখনও কাজ করতে দেখা যায় না ! ফল সরূপ মাঝে মাঝে ইউআই একটু lag করে :(

Walton Primo X-2Walton Primo X-2



এই ফোনে Browsing করা যায় খুব ভাল ভাবে,ব্রাউজার ট্যাব সুইচ করা , নিউ ট্যাব খোলা এবং অন্যান্য কাজগুলা Buttery Smooth ভাবে হয়,ওয়াইফাই দিয়ে X-2 ডাটা ডাউনলোড স্টার্ট করলে অন্য অনেক ডিভাইস ই স্পীদ পায় না যা দেখে বঝা যায় এই ডিভাইস টার ওয়াইফাই নেটওয়ার্ক সিস্টেম বেশ ভাল ,
 3g/2g সিম internet সংযোগ এ Oparator যতদূর সাপোর্ট দিতে পারে এক্স-২ তত ফাস্ট Browse করতে পারে,ইন্টারনেট ব্যাবহার করার ক্ষেত্রে মজার বেপার হল Display Quality,resolution এর জন্য এবং Super High PPI (441~) হওয়ায় ফন্ট এর Sharpness,content/pic এর গ্রাফিক্স এক কথায় Awesome, কিন্তু অনেক বড় কোন পেজ অনেক ফাস্ট scroll করলে একটু load নিয়ে তারপর ক্লিয়ার হয় যা হয়তোবা কেউ এত Hi-End Device এ আশা করে না , কিন্তু OverAll অভিজ্ঞতা খারাপ বলা যাবে না , আমি এক্স-২ এর ব্রওসিং নিয়া খুশি ।



X-2 te GPU ব্যাবহার করা হয়েছে PowerVR SGX544MP , যেটা একটা Single core GPU যা ১৯২০*১০৮০ res এ এইচডি গেম চালানর জন্য মটেও উপযুক্ত না, সব HD game ভাল গ্রাফিক্স এ চললেও মাঝে মাঝে Frame-Drop লক্ষ্য করা যায়,SGX544MP GPU এর জন্য 540p Display res সবচেয়ে ভাল ।HD game গুলার resolution কমিয়ে নিলেই আর কোন সমস্যা হবে না । Normally Dead Trigger,ShadowGun,Modern Combat 3 Fallen Nation,Modern Combat 4 ZERO HOUR,Temple Run (ALL Version),Subway Surfer etc game normally High settings,resolution এই laglessly ইখেলা যায় এই ডিভাইসতায়, কিন্তু তবুও যারা HardCore Gaming পছন্দ করেন তাদের এই ডিভাইস না নাওয়াই ভাল । কিন্তু, যদি আপনি এক্স-২ কিনে ফেলে থাকে তাইলে চিন্তা করার কিছুই নাই ,প্রব্লেম হবে না, একটু কষ্ট করলেই সব গেম ই ভাল ভাবে খেলতে পারবেন :D









X-2 te Multi-tasking করে অনেক মজা,২gb HighSpeed Ram থাকায় অনেক অ্যাপ মিনিমাইজ করে রাখা যায়, চেক করার জন্য আমি অনেক গুলা App,Game,Browser মিনিমাইজ করে দেখেছি এবং ফলাফল অসাধারণ , সব গুলা অ্যাপ,game,browser অনেক ফাস্ট ম্যাক্সিমাইজ হচ্ছিল আর কোনটাই Crash বা lag করে নাই,
খুব ভাল ভাবেই resume হয়, ফোন এ সব সময় ১gb মত ram ফ্রী থাকে


Walton Primo X-2Walton Primo X-2


X-2 এর camera নিয়া বলতে গেলে বলতেই হয় ক্যামেরাটা অনেক ভাল, Camera app,Still picture,Low light short distance picture,FullHD Video capture ঈত্তাদি দিক দিয়ে ক্যামেরা টা অসাধারণ , মাঝে মাঝে খারাপ মনে হলেও কন ব্রান্ড এর ডিভাইস যেমন  Samsung Galaxy S3,Xperia V/Z, HTC One X
etc এর পাশে রাখলে আপনি বলতে বাধ্য হবেন বলতে camera টা আসলাই  ভাল,আমি এক্স-২ এর ক্যামেরায় ভালভাবে Impressed, 13mp cam +android 4.2.1 options like best shot,smile shot,panaroma shot,mono,hdr etc etc অপশন মিলে এক অভূতপূর্ব অভিজ্ঞতা দ্যায় ডিভাইস টা,Camerar Flash Light 
তাও অনেক Powerful সুতরাং পুরা অন্ধকার রুম এ ও ছবি বেশ ভালই আসে,পিছনের ক্যামেরার কথা বলতেসিলাম এতক্ষণ এবার সামনের ক্যামেরার কথায় আসা যাক, অবিশ্বাস্য হলেই সত্যি যেখানে এক্সপেরিয়া Z Ultra teo samne 2mp cam দাওয়া সেখানে এক্স-২ তে ব্যবহারকরা হয়েছে ৫ মেগামিক্সেল ক্যামেরা যা এক কথায় অসাধারণ ,সামনের  camera টা এতই ভাল য মাঝে মাঝে দরকার হলে সেলফ পত্রাত তোলার দরকার হলে সামনের ক্যামেরাই ব্যবহার করা যাবে ,




ফোন এর সবগুলা sensor ই ভাল ভাবে কাজ করে এবং সবগুলাই খুব natural,এক্স-২ এর  GPS অনেক ভালভাবে কাজ করে,Giroscope সেন্সর,লাইট সেন্সর,Acceleromitre 3d,Proximity সবগুলা সেন্সব Super Perfection এর সাথে কাজ করে>>>>>>



এক্স-২ এর ব্যাপারে আরও কিছু ইনফো আছে যা না বল্লেই নয়, ফোন এর ব্যাটারি সাপোর্ট অনেক খারাপ, নরমাল ব্যাবহার এ পুরো একটা দিন চার্জ থাকে না (1hour gaming,1hour internet browsing,voice call,music play),ভাল দিক হোল খুব তাড়াতাড়ি চার্জ ফুল্ হয়ে যায়,মাত্র 1:30hour এই ফোন ফুল চার্জ হয়ে যায়,
 ফোনটা ইন্টারনেট Browse (2g/3g cellular network) এ গেমিং এ মোটামুটি অনেক গরম হয়, Speaker & Headphone এর সাউন্ড অনেক কম , পরে ঠিক করা যায় HeadPhone এর সাউন্ড কিন্তু Built-in অবস্থায় খুব বেশি ভাল থাকে না,যদিও সাউন্ড quality আমার এখন অনেক ভাল লাগতেসে Pimp My Beats ar Xperia Clear Audio+ and XLoud
install করার পর, ডিভাইস টার Sqlite3 Database optimize,Ext4FileSystem Tweeks,Zipaligh Optimization,Entropy Optimization করলে Perfomance অনেক ভাল পাওয়া যায়, আগেই বলছি রোম টা ভাল ভাবে Build করা না, I hope আগামি রোম আপডেট এ এই প্রব্লেম গুলা দুর হবে,এক্স-২ এর Default Music Player টা অনেক ভাল,
এক্স-২ মেমোরি কার্ড সাপোর্ট করেনা প্রথমে একটু প্রব্লেম মনে হলেও এখন মনে হছে 24gb internal Sd,ar 3gb app storage প্রয়েজন এর চেয়ে অনেক বেশি ,ফোন এর কল এর সাউন্ড quality অনেক ভাল । কখনও Unusual call drop দেখি নাই,
ফোন এর Built-in কল অ্যাপ টা অনেক ভাল, কল Recorder এর মত কতগুলা অপশন Integrated এবং চরম ভাবে কাজ করে, Default Messeging app টাও অনেক জোশ ।